ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ভারতের পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৪০, ১২ অক্টোবর ২০২৪
ভারতের পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া নামক এলাকায় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করে। 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন’র অধীনস্থ সালদানদী বিওপির দল টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামে একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

‘তিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন। আটককৃত সাবেক যুগ্ম সচিব পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

মাইনুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়