ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা জানা যাবে: প্রধান বিচারপতি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৪১, ১২ অক্টোবর ২০২৪
বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা জানা যাবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েইে জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতা, নিরেপক্ষতা।’

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের আগে সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, ‘এই পরিবারের সঙ্গে আমাদের অনেক পুরাতন সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সঙ্গে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।’ 

এর আগে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অনার প্রদান করা হয়। পরে তিনি রনদা সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্যে স্বাক্ষাত করেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়