মহানবীকে ফেসবুকে কটূক্তি: ২ যুবক গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার শাহীন আলম উপজেলার রাজারহাট ইউনিয়নের বাসিন্দা। আর শাহীন আলমের সহযোগী লাভলু। তার বাড়ি উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারি পাড়ায়।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে কটূক্তির প্রতিবাদ শুরু করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
শাহীন আলম শনিবার (১২ অক্টোবর) তার ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার শাস্তি দাবি করেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাদশাহ/বকুল