রাউজানে দুর্বৃত্তদের গুলিতে ২ বিএনপি কর্মী আহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:১০, ১২ অক্টোবর ২০২৪
আপডেট: ২১:২৪, ১২ অক্টোবর ২০২৪
ফাইল ফটো
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন- মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩)। তারা বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারটি সিএনজি চালিত অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা দুই বিএনপি কর্মীকে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি গুলি এবং সাগরের ঊরুতে গুলি লেগেছে।
রেজাউল/মাসুদ