ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

‘নির্বাহী আদেশে নয়, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৩৪, ১২ অক্টোবর ২০২৪
‘নির্বাহী আদেশে নয়, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান’

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার মতো নির্বাহী আদেশে তারেক রহমানের মামলা বাতিল করার পক্ষে বিএনপি না। আইনী প্রক্রিয়ায় মামলার সমাপ্তি ঘটিয়েই দেশে ফিরে আসবেন তিনি।’ 

শনিবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন বিষয়ে আমীর খসরু মাহমুদ বলেন, ‘যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। এখানে কারো কোনো দ্বিমত নেই। যেখানে মৌলিক সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে তা আমরা দ্রুতই করতে পারি। নির্বাচনী সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া যতো তাড়াতাড়ি সম্ভব শেষ করে জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। সবার অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট, স্বৈরাচার তৈরি হয়েছিল কারণে জনগণ ভোট দিতে পারেনি তাই। আবার সেই অবস্থাতে যেন ফিরে না যায়, সেজন্যই কাজ করা হচ্ছে। নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।’ 

এসময় অন্যদরে মধ্যে উপস্থিত ছিলেন- কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়