ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ধর্মীয় স্বাধীনতায় কেউ বাধা দিতে পারবে না: নাহিদ 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:০৬, ১২ অক্টোবর ২০২৪
ধর্মীয় স্বাধীনতায় কেউ বাধা দিতে পারবে না: নাহিদ 

উপদেষ্টা নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাই মিলে লড়াই করেছে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ধর্মীয় স্বাধীনতায় কেউ বাধা দিতে পারবে না। স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, তা কঠোর হাতে দমন করা হবে।

আজ শনিবার (১২ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের পুজামণ্ডপ পরিদর্শন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সকলের জন্য কাজ করছি। সবাই এই আন্দোলনের সুফল পাবে।’ 

আরো পড়ুন:

রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর ফেরার পথে সৈয়দপুর কামারপুকুর কলাবাগান এলাকায় রানু এগ্রো পুজামণ্ডপ পরিদর্শন করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দেন।

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়