ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পাবনায় আ.লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২৪, ১৩ অক্টোবর ২০২৪
পাবনায় আ.লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হামলায় বিএনপির ২৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ অক্টোবর) উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুকুরপাড় গ্রামে শতাধিক সদস্য বিশিষ্ট ‘উদয় সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন (ক্লাব) রয়েছে। ক্লাবটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কর্মী সালাম ফকির, শামসুল ইসলাম ও হেলাল উদ্দিনের নিয়ন্ত্রণে ছিল।

আরো পড়ুন:

সম্প্রতি খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আহম্মদ আলী, ও রওশন আলী বিএনপির কর্মী সালাম ফকিরের কাছ থেকে জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নেন।

ক্লাব নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় শতাধিক আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম ফকিরসহ তার লোকজনের ওপর হামলা চালান। এতে বিএনপির ২৫ কর্মী-সমর্থক আহত হন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মুজাহিদ স্বপন বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানি না। এ বিষয়ে জেনে আপনাদের জানাতে পারব।

এদিকে ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের বক্তব্য জান যায়নি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ক্লাব নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়