ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কড়া নিরাপত্তায় রাজশাহীতে প্রতিমা বিসর্জন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:০৪, ১৩ অক্টোবর ২০২৪
কড়া নিরাপত্তায় রাজশাহীতে প্রতিমা বিসর্জন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহীতে চলছে প্রতীমা বিসর্জন। প্রতিবছরের মতো এবারো নগরের ফুদকিপাড়া এলাকায় মন্নুজান স্কুল সংলগ্ন পদ্মা নদীর ঘাটে প্রতীমা বিসর্জনের আয়োজন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর শাখা। এতে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, একের পর এক প্রতীমা ভ্যানে করে ঘাটে আনা হচ্ছে বিসর্জনের জন্য। ভ্যানের সঙ্গে আসছেন ভক্তরা। মন্নুজান স্কুলের সামনে আগে থেকেই প্রস্তুত স্বেচ্ছাসেবীরা ভ্যান এলেই সুশৃঙ্খলভাবে দেবী দুর্গাকে নামিয়ে আনছেন। সাত পাক ঘোরানোর পর দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হচ্ছে পদ্মা নদীতে। এ সময় ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে নারীরা উলুধ্বনি দেন। 

শাস্ত্র মতে, গতকাল শনিবারই নবমীর লগ্ন শেষ হওয়ার পর দশমীর লগ্ন শুরু হয়। পূজার আনুষ্ঠানিকতা সেদিনই শেষ হলেও বিসর্জন দেওয়া হয় রোববার। দেবী দুর্গা এবার এসেছিলেন দোলায় চড়ে। আর মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামী মহাদেবের কাছে ফিরেছেন ঘোড়ায়।

আরো পড়ুন:

মন্নুজান স্কুল এলাকায় দেবী দুর্গার বিদায়ের জন্য ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ওই এলাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো এলাকা। পুলিশ, বিজিবির পাশাপাশি নগর পুলিশের বিশেষায়িত টিম সিআরটি সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া নৌ এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও দায়িত্বে ছিলেন। প্রস্তুত ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরাও।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়