ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কাপ্তাই লেকে প্রতীমা বিসর্জন 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২৪, ১৩ অক্টোবর ২০২৪
কাপ্তাই লেকে প্রতীমা বিসর্জন 

রাঙামাটির কাপ্তাই লেকে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজার বিজয় দশমী হয়েছে গতকাল শনিবার। তবে প্রতীমা বিসর্জন ও সিঁদুর খেলা সম্পন্ন হয়েছে রোববার (১৩ অক্টোবর)।  

হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর শরতে কৈলাস ছেড়ে মর্তলোকে আসেন দেবী দুর্গা। তার এই আগমন ও প্রস্থান উপলক্ষে আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলে দুর্গোৎসব। গত ২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে দেবীদুর্গার আগমনের দিন গণনা শুরু হয়। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গা পূজার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। ভক্তরা এসময় দেবীর আরাধনা করেন। আজ সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো উৎসবের।

রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারসহ সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’ 

আরো পড়ুন:

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়