ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

বিক্রমপুরে রোটারি ক্লাবের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১৩ অক্টোবর ২০২৪  
বিক্রমপুরে রোটারি ক্লাবের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুন্সীগঞ্জের বিক্রমপুরে রোটারি ক্লাব বিক্রমপুরের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রমপুরের কামারগাঁও আইডিয়াল স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিনামূল্যে ত্বকের রোগ, মেডিসিন, ডায়াবেটিস, সাধারণ চিকিৎসা, গাইনোকোলজি এবং দৃষ্টিশক্তি পরীক্ষার চিকিৎসা সেবা দেওয়া হয়। 

রোটারি ক্লাব অব বিক্রমপুর-এর চেয়ার ম্যান দীয়া মোহাম্মদ। এলাকার প্রাক্তন চেয়ারম্যান ও সমাজসেবক লিয়াকত খান এই ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করেন।

স্বাস্থ্য ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ও রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. এম মুজাহেরুল হক, প্রফেসর ডা. নুরুল গনি, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. সাইফুর রহমান, ডা. সুমাইয়া আলম উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সমাজ সেবক ও শিক্ষাবিদ জাহাঙ্গীর হোসেন খান, গবেষক ড. মো. সাইদুল ইসলাম খান অপু, সাংবাদিক সফিক আহমেদ সিপন, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।

এই মেডিক্যাল ক্যাম্পে অন্তত ৪০০ জন স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

রতন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়