ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শ্বশুর বাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪১, ১৩ অক্টোবর ২০২৪
শ্বশুর বাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদ মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে শ্বশুর বাড়ি বিদ্যুতের কাজ করার সময় মারা যান তিনি।

মারা যাওয়া সাহিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবার সূত্রে জানা গেছে, আজ শ্বশুর বশার মোল্যার বাড়িতে বেড়াতে আসেন সাহিদ। সন্ধ্যার দিকে বাড়িটিতে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহিদকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়।

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়