ঢাকা     সোমবার   ১৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৯ ১৪৩১

খাগড়াছড়িতে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:০৬, ১৩ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

সারাদেশের মতো খাগড়াছড়িতেও হাসি-আনন্দে বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবীকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়েছেন সনাতনী সম্প্রদায়।

রোববার (১৩ অক্টোবর) ভোর থেকেই আনন্দ ও বিষাদমাখা অনুভূতিতে পূর্ণ ছিল খাগড়াছড়ির বিভিন্ন মণ্ডপ প্রাঙ্গণ। এবার খাগড়াছড়িতে ৬১ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকালে জেলা সদরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলো নামানোর পর শোভাযাত্ৰা বের করা হয়। বিকেল ৪টা থেকে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষী নারায়ণ, মন্দির, খাগড়াপুর অখণ্ড মণ্ডলী সার্বজনীন দুর্গা মণ্ডপ, শান্তিনগর, আনন্দ নগর মণ্ডপ, গাছবান ত্রিপুরা পাড়া দুর্গা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমাগুলো ট্রাকে করে শহরের প্রধান সড়কে বিজয়া দশমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে বিকেলে জেলা সদরের গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ির জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন বলেন, ‘মায়ের আর্শীবাদে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীসহ সকলের সহযোগীতায় এবারের পূজা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এজন্য সকলকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

রূপায়ন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়