ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৩৩, ১৩ অক্টোবর ২০২৪
উৎসবমুখর পরিবেশে বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন ছিল আজ। চারদিনের আনুষ্ঠানিকতা শেষে মর্ত্যলোক ছেড়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। রোববার (১৩ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলায় বিকেল ৫টা থেকে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে বিদায় জানান।

কেরানীগঞ্জ পূজা উদযাপন কমিটি প্রতিবারের মতো এবারো বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। বিকেল ৫টার পর থেকেই কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে প্রতিমা নিয়ে আসতে শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাক-ঢোল ও ঘণ্টা বাজিয়ে এবং উলুধ্বনিতে নেচে গেয়ে নদী তীরে প্রতীমা নিয়ে আসেন তারা। 

বিসর্জনের ঘাটে ছিলো পুলিশের টহল। নদীতে ছিলো নৌ পুলিশের অবস্থান। দায়িত্বে ছিল ফায়ার সার্ভিসের টিম। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত ছিল র‌্যাব সদস্যরা। 

আরো পড়ুন:

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত  পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রতীমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নদীতে নৌ পুলিশের টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, কেরানীগঞ্জ উপজেলায় এবার ১৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়