ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

খাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ অক্টোবর ২০২৪  
খাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে রশিতে ঝুলন্ত মো. হাসান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্মশালটিলায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

হাসান ওই এলাকার মো. ইউসুফের ছেলে। 

মৃত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসান দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়াও মানসিক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনো বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।


সর্বশেষ

পাঠকপ্রিয়