ঢাকা     সোমবার   ১৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৯ ১৪৩১

বিসর্জনের সময় নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৩৯, ১৪ অক্টোবর ২০২৪
বিসর্জনের সময় নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে চিত্তরঞ্জন চক্রবর্তী (৬২) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বৃদ্ধ বাবাকে বাঁচাতে তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েও ব্যর্থ হন ছেলে গৌড় চক্রবর্তী।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছোট যমুনা নদীর দহেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিত্তরঞ্জন চক্রবর্তী শহরের পার-নওগাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন ও চাল ব্যবসায়ী বেলাল হোসেনের আড়তে কর্মচারী হিসেবে চাকরি করতেন।

চিত্তরঞ্জন চক্রবর্তীর ছেলে গৌড় চক্রবর্তী বলেন, বিকেলে শহরের আলুপট্টি এলাকার পার-নওগাঁ বারোয়ারী সার্বজনীন পূজামণ্ডপের নৌ-বিহারে অংশ নিতে নৌকায় উঠেছিলাম আমরা। নৌ-বিহার শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় চলন্ত নৌকা থেকে পানিতে পড়ে যান বাবা। তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়লেও তাকে খুঁজে পাইনি।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন।

সাজু/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়