ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বরগুনায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:২৭, ১৪ অক্টোবর ২০২৪
বরগুনায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

তাওহীদ শুভ। ফাইল ফটো

বরগুনায় সাংবাদিক তাওহীদ শুভকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর মানিকখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে।

রোববার (১৩ অক্টোবর) এ ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাওহীদ শুভ বলেন, অভিযোগ রয়েছে, মানিকখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ মাসে দু-একদিন বিদ্যালয়ে এসে সারা মাসের স্বাক্ষর করে চলে যান। এছাড়া নিয়মিত পাঁচ জন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও থাকেন মাত্র ২ জন। এ বিষয়ে তথ্য সংগ্রহে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে এ ঘটনায় পাথরঘাটা প্রেস ক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকরা নিদ্রা প্রকাশ করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, একজন সাংবাদিক তথ্যের প্রয়োজনে সর্বত্র যাবেন। এজন্য তাকে হত্যার হুমকি দেওয়া হবে? এটা মানা যায় না। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান বলেন, সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি জেনেছি। উপজেলা প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তাওহীদ শুভ আরটিভির পাথরঘাটা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়