ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, আদাতল চত্বরে আটক ১ 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:৫৮, ১৪ অক্টোবর ২০২৪
সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, আদাতল চত্বরে আটক ১ 

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক রমেশ কুমার ডাগা। 

আরো পড়ুন:

এদিকে, আদালত চত্বরে মাজাহারুল ইসলাম সুজনের মুক্তি চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। তারা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে  মাজাহারুল ইসলাম সুজনকে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন সেখানে উপস্থিত লোকজন।

আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি (সংসদ সদস্য) মাজাহারুল ইসলাম সুজনকে আদালতে আনা হয়। আজ রিমান্ডের শুনানি ছিল। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। 

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়