ঢাকা     সোমবার   ১৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৯ ১৪৩১

টেকনাফ-সেন্টমার্টিন রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৫৭, ১৪ অক্টোবর ২০২৪
টেকনাফ-সেন্টমার্টিন রুটে স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীতে যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় আট যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে স্মৃতি নুর আলাইশা নামে (৮) এক শিশু। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর গোলাচর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ স্মৃতি নুর আলাইশা সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মেয়ে।

আরো পড়ুন:

ইউএনও আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন স্পিডবোটে করে টেকনাফে যাচ্ছিলেন। নাফ নদীর গোলাচর নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে স্পিটবোটটি ডুবে যায়। এসময় শাহপরীর দ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার স্পিডবোটের মাধ্যমে ৮ জনকে নদী থেকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়