ঢাকা     সোমবার   ১৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৯ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ফয়সালের পাশে দাঁড়ালেন ইউএনও

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১৪ অক্টোবর ২০২৪  
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ফয়সালের পাশে দাঁড়ালেন ইউএনও

ফয়সাল ইসলামের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অর্থ তুলে দেন ইউএনও জাকির হোসেন

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল হতদরিদ্র পরিবারের সন্তান ফয়সাল ইসলামের (২০)। গত ১৩ অক্টোবর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ ‘অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ফয়সাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ফয়সালের পাশে এসে দাঁড়িয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে ফয়সালের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন ইউএনও। এসময় প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ফয়সাল

আরো পড়ুন:

ফয়সাল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ২০২৪ শিক্ষাবর্ষে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তির সুযোগ পেয়েছেন। মেধা তালিকায় ২৭৫০ অবস্থানে থাকা ফয়সালের বিষয় এসেছে ইংরেজি।

ইউএনও জাকির হোসেন বলেন, ‘প্রশাসন সবসময় গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকে। প্রাথমিকভাবে ফয়সালের ভর্তিসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে পড়ালেখা চালিয়ে নিতে তিনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে পাশে থাকবো আমরা।’ 

প্রশাসন থেকে ভর্তি সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সাল। পড়ালেখা শেষে ভালো মানুষ হতে চান তিনি। তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় রাইজিংবিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিক্ষার্থী।

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়