ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৪ অক্টোবর ২০২৪  
ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে মো. ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বাগান মালিক মো. শাহজাহান পলাতক। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ড্রাগন ফুলে আলো দিতে বিদ্যুতের লাইন লাগানো ছিল বাগানে। সোমবার সকালে ইয়ামিন নামের যুবক বাগানের পাশে তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে  মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

তিনি জানান, অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়। গ্রেপ্তার আতঙ্কে বাগানের মালিক গা ঢাকা দিয়েছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। 

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়