ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

অটোরিকশা চাপায় প্রাণ গেলো শিশুর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৩৯, ১৪ অক্টোবর ২০২৪
অটোরিকশা চাপায় প্রাণ গেলো শিশুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দ্রুত গতির অটোরিকশা চাপায় নাফিজ উদ্দিন আহম্মেদ খান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তার সংলগ্ন রাস্তায় মারা যান তিনি।

নিহত শিশুর মা কুহিনুর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নাফিজ আজমতপুর গ্রামের লেহাজউদ্দিন খানের ছেলে। সে স্থানীয় আজমতপুর হাফিজিয়া মাদরাসার নাজরানা বিভাগের শিক্ষার্থী ছিল।   

আরো পড়ুন:

মারা যাওয়া শিশুর পারিবার সূত্রে জানা গেছে, নাফিজ সকালে প্রতিদিনের মত মাদরাসায় যায়। ছুটির পর সে বাড়ি ফিরছিল। গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তার সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে চাপা দিয়ে অটোরিকশাটি চলে যায়। পরে স্থানীয় লোকজন নাফিজকে আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রফিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়