দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫৮, ১৪ অক্টোবর ২০২৪
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তুহিন মিয়া
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তুহিন মিয়া নামের ২৬ বছর বয়সী ওই যুবক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয় সময় রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আল কুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তুহিন।
নিহতের বাবা আব্দুল্লাহ মিয়া জানিয়েছেন, তুহিন রোববার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূর/রফিক