ফরিদপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৫
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৩২, ১৫ অক্টোবর ২০২৪
আপডেট: ০৯:৫৯, ১৫ অক্টোবর ২০২৪
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন ও ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন ২৭ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
তামিম/ইভা