ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কেরানীগঞ্জে গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড 

কেরানীগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৫০, ১৫ অক্টোবর ২০২৪
কেরানীগঞ্জে গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড 

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় গ্যাস লাইট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মুন লাইট ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। তবে আগুন লাগার আগেই বিকেল ৫টার দিকে কারখানাটি ছুটি হয়ে যায়। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শিপন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়