ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

খাগড়াছড়িতে বাবুর্চিকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:১৩, ১৫ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে বাবুর্চিকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে একজন গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, তিনি রাতে গ্রাম পাহারা দিচ্ছিলেন। রাতের কোনো এক সময়ে দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। 

নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা তিন সন্তানের জনক।  তিনি এলাকায় একজন শান্তশিষ্ট ও ভদ্র ব্যাক্তি হিসেবে পরিচিত এবং একজন নামকরা বাবুর্চি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, সোমবার ভোরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ির কাছ থেকেই গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে তাকে ঠাণ্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রূপায়ন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়