ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

গাইবান্ধায় পাটের গুদামে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৫ অক্টোবর ২০২৪  
গাইবান্ধায় পাটের গুদামে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি 

গাইবান্ধা সদরের কামারজানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামে থাকা প্রায় ৬০০ মণ পাট ভস্মীভূত হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কে বা কারা জহিরুল হকের কয়েকটি পাটের গুদামের মধ্যে একটি গুদামে আগুন দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সদর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে ওই গুদামের এক তৃতীয়াংশ পাট আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল হক বলেন, আমার গুদামগুলোতে কোন বিদ্যুতের সংযোগ ছিল না। কে বা কারা শত্রুতাবশত আগুন দিয়েছে। কয়েকটি গুদামে প্রায় সাড়ে চার হাজার মণ পাট ছিল। এরমধ্যে যে গুদামে ১৫০০ মণ পাট ছিল, সেই গুদামের অধিকাংশ পাট পুড়ে গেছে। গুদাম ঘরসহ এ ঘটনায় প্রায় ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই।  গুদামের ১৫০০ মণ পাটের মধ্যে ৬০০ মণ পাট পুড়ে গেছে। বাকি পাট পুড়ে যাওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা গুদামে আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

মাসুম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়