ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এইচএসসি

সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৫ অক্টোবর ২০২৪  
সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। এবার সিলেট বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ৬২। গত কয়েকবছর সিলেটে জিপিএ-৫ কম থাকলেও এ বছর রেকর্ড ৬ হাজার ৬৯৮ জন পেয়েছিলেন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ। পরে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল। 

এবছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৩৫১ ছেলে এবং ৪২ হাজার ৬৬১ মেয়ে।

সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সিলেট বোর্ডের অধীনে এইচএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন তারা। এবার ৪৯ হাজার ৩৫৪ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২ হাজার ৬৬১ জন। পাসের হার ৮৬ দশমিক ৪৪। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন। 

এছাড়া ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৩ হাজার ৮১১ জন ছাত্র। এর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৬৯ জন।

নুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়