ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

মণ্ডপে ইসলামী গান, জামিন পেলেন ২ শিল্পী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:১৬, ১৫ অক্টোবর ২০২৪
মণ্ডপে ইসলামী গান, জামিন পেলেন ২ শিল্পী

ফাইল ফটো

চট্টগ্রামের জে এম সেন হলের পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ‘ইসলামী সংগীত’ পরিবেশনের ঘটনায় গ্রেপ্তার দুই শিল্পী জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। 

আরও পড়ুন: চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার

আরো পড়ুন:

জামিন পাওয়া শিল্পীরা হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম জানান, গতকাল সোমবার শহীদুল করিম ও নুরুল ইসলামের জামিনের আবেদন করা হয়েছিল আদালতে। আজ শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। এর আগে, গতকাল পুলিশ দুই আসামির রিমান্ড আবেদন করে। বিচারক রিমান্ড নামঞ্জুর করেছিলেন।

আরও পড়ুন: পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে জে এম সেন হলের পূজা মণ্ডেপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় গত শুক্রবার নগরের কোতোয়ালী থানায় মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলা করেন। মামলায় গান পরিবেশনকারী চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, মো. রনি, গোলাম মোস্তফা, মো. মামুনসহ সাত জনকে আসামি করা হয়। এদের মধ্যে পুলিশ শহিদুল করিম ও নুরুল ইসলাম নামের দুই শিল্পীকে গ্রেপ্তার করে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়