ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ার মধুমতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৫ অক্টোবর ২০২৪  
লোহাগড়ার মধুমতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাটের পশ্চিম পাড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান ধলু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুমতি নদীর রামকান্তপুর থেকে শিয়রবর হাট পর্যন্ত ২ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা থেকে আসা ৪টি নৌকা অংশ নেয়। নৌকার মাঝি-মাল্লাদের সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টার আওয়াজ দর্শকদের বাড়তি আনন্দ দেয়। বিভিন্ন বয়সী হাজারো পুরুষ মধুমতি নদীর দুই পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। 

আরো পড়ুন:

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শালনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন, ওবায়দুর রহমান, মো. ওবায়েদ মোল্যা, মো. জিরু আহম্মদ, মো. রিজাউল করিম, মো. ডাবলু শেখ, সেলিম শিকদার প্রমুখ।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়