ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রেললাইনের ব্রিজের নিচে ভাসছিল যুবকের মরদেহ

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:১৭, ১৫ অক্টোবর ২০২৪
রেললাইনের ব্রিজের নিচে ভাসছিল যুবকের মরদেহ

ফাইল ফটো

নীলফামারীর ডোমারে শান্ত ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া মোলানি এলাকায় রেললাইনের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শান্ত ইসলাম সৈয়দপুর পৌরসভার হাত্তিখানা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শান্ত ইসলামের মা বিউটি বেগম মরদেহটি তার ছেলের বলে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত সোমবার রাতে চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনে ছেলেসহ সৈয়দপুরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রেনটি ডোমার স্টেশনে এলে সিট থেকে উঠে যায় শান্ত। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লোক মারফত খবর পেয়ে থানায় এসে দেখি মরদেহটি আমার ছেলে শান্ত ইসলামের।’

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সিথুন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়