ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চাঁদপুরে গণপিটুনিতে নিহত সেলিম খানের সেই অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২০, ১৬ অক্টোবর ২০২৪
চাঁদপুরে গণপিটুনিতে নিহত সেলিম খানের সেই অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

তিনি বলেন, গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। পরে গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। সেই সময় সেলিম খানের লাইসেন্স করা একটি পিস্তল ও শটগান খোয়া যায়। পরে অস্ত্রের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হলে, ঘটনার ১০ থেকে ১২ দিন পর সদর উপজেলার বাগাদী এলাকার এহসান মেম্বার শটগানটি পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে সেই সময় পিস্তলটির খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ সুপার বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় ৯ এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও ছয়টি গুলি উদ্ধার করে। পরে চাঁদপুর সদর মডেল থানায় সংরক্ষণে রাখা পাবলিক গান রেজিস্টার যাচাই-বাছাই করে উদ্ধার করা পিস্তল ও গুলি নিহত সেলিম খানের বলে শনাক্ত করা হয়।

অমরেশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়