ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

চাঁদপুরে যে কলেজ থেকে একজনও পাস করেনি

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৪৪, ১৬ অক্টোবর ২০২৪
চাঁদপুরে যে কলেজ থেকে একজনও পাস করেনি

চাঁদপুরের মতলব দক্ষিণের ড. সামছুল হক মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সবাই ফেল করেছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন, মানবিক বিভাগে ৮ জনসহ মোট ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়। 

জানা যায়, বিগত বছরগুলোতেও কলেজটির ফলাফল ভালো ছিলো না। এ বছরও শূন্য পাসের হার। কলেজটিতে মোট ১৩ জন শিক্ষক কর্মরত আছেন। 

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন পাটোয়ারী বলেন, আমি ফলাফল নিয়ে এখন কোনো কথা বলবো না। তবে ১০ জন কেনো অকৃতকার্য হলো তা নিয়ে হতাশা প্রকাশ করছি। 

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম সোয়েব বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের কারণে শিক্ষার্থীরা অনেকদিন পড়ার টেবিলে ছিলো না। হয়তো এ জন্য ফলাফল খারাপ করেছে। 

তিনি আরও বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি। এ জন্য বিস্তারিত বিষয় জানি না। তবে কি কারণে ফলাফল বিপর্যয় তা খতিয়ে দেখা হবে।

অমরেশ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়