ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টেকনাফে ২ কৃষককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২৫, ১৬ অক্টোবর ২০২৪
টেকনাফে ২ কৃষককে অপহরণ

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কাজ করার সময় তারা অপহরণ হন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন- একই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার নুরু ইসলামের ছেলে মো. আবছার (২৮) এবং পূর্ব মহেশখালিয়া পাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল আলম (২৩)।

ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, গতকাল কম্বনিয়া পাড়ার পাহাড় সংলগ্ন কৃষি জমিতে কৃষি কাজ করার সময় ২ কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা। পাহাড়ে অবস্থান নেওয়া রোহিঙ্গা দুর্বৃত্তরা কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিপণও দাবিও করেনি দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

আরো পড়ুন:

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‌‘স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অবহিত হওয়ার পর অপহৃতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে পুলিশ।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়