ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ০ ১৪৩১

নিজে পরিবর্তন হয়ে, দেশ পরিবর্তন করতে হবে: ফয়জুল করিম

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:২৯, ১৬ অক্টোবর ২০২৪
নিজে পরিবর্তন হয়ে, দেশ পরিবর্তন করতে হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‌‘গত ৫৩ বছর এ দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশে ন্যায় বিচার ও ইনসাফ কায়েম হয়নি। নিজে পরিবর্তন হয়ে, দেশ পরিবর্তন করতে হবে। একমাত্র তখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ও অর্থনীতি ঘুরে দাঁড়াবে।’ 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব এ কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে হত্যায় জড়িতদের বিচার, হতাহতদের ক্ষতি পূরণ, দুর্নীতিবাজদের বিচার ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ৭ দাবি বাস্তবায়নে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছিল। 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘ফ্যাসিবাদ শেখ হাসিনা এই দেশটিকে লুট করেছেন। তার সরকারের মন্ত্রী, এমপি ও সাধারণ নেতাকর্মীরা শত নয়, হাজার নয়, লাখ লাখ কোটি টাকার মালিক। যে দেশে শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়, পিয়ন হেলিকপ্টারে ঘোরে, ফরিদপুরের ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে, মন্ত্রীরা কানাডার বেগমপাড়ায় বাড়ি করে সে দেশের অর্থনীতির আর কী অবশিষ্ট থাকতে পারে?’ 

তিনি আরও বলেন, ‘আমরা মুসলিম লীগ দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি। তাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ঘুষ-দুর্নীতি ও কালো টাকার নির্বাচন বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, ঝিনাইদহ জেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, আলহাজ ক্কারী ওমর আলী, মুহাম্মদ রায়হান উদ্দীন, মুহাম্মাদ আব্দুর রাজ্জাক মন্ডল, মাওলানা নিজাম উদ্দীন মুন্সি মাুলানা মিরাজ হুসাইন, মুফতি নাজির আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

শাহরিয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়