নরসিংদীতে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদী জেলায় ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত) ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, চলতি বছর জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিন জন মারা গেছে। তাদের মধ্যে ২ জন ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১ জন নরসিংদী জেলা সদর হাসপাতালে মারা যায়। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৬৬ জন ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি বছর জেলার হাসপাতালে ১ হাজার ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সেবা নিয়েছে।
হৃদয়/বকুল