ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ০ ১৪৩১

খাগড়াছড়িতে এক ঘণ্টার পুলিশ সুপার ইসরাত 

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৬ অক্টোবর ২০২৪  
খাগড়াছড়িতে এক ঘণ্টার পুলিশ সুপার ইসরাত 

এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নূর ইশরাত জাহান। দায়িত্ব নিয়ে তিনি খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব কারার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। তার এই প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইসরাত জাহান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

কন্যা শিশু দিবসের মাস উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‌‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় প্রতীকী এই আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক উপস্থিত ছিলেন।

রুপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়