ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জামালপুরে ডিম ও মুরগির দোকানে জরিমানা

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১৬ অক্টোবর ২০২৪  
জামালপুরে ডিম ও মুরগির দোকানে জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জামালপুরে ডিম ও মুরগি দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নান্দিনা বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। এছাড়াও ডিম, ব্রয়লার মুরগির দাম মনিটরিং করা হয়। 

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় পাঁচ ডিম ও ব্রয়লার মুরগির দোকানিকে ২ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকলকে প্রাণিসম্পদ অধিদপ্তর নির্ধারিত মূল্যে ডিম বিক্রি ও কেনাবেচার পাকা রশিদ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। 

আরো পড়ুন:

এ সময় টাস্কফোর্স কমিটির সদস্য জেলা খাদ্য নিয়ন্ত্রক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

শোভন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়