ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জামালপুর

এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৭ অক্টোবর ২০২৪  
এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ফাইল ফটো

জামালপুরের মেলান্দহে এইচএসসি পরীক্ষায় ফেল করায় তারেক আহমেদ (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলার হরিপুর ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার চান মিয়ার ছেলে। তারেক আহমেদ মেলান্দহ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

নিহতের স্বজনেরা জানান, এইচএসসি পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যরা তারেককে বকাঝকা করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এই ক্ষোভে বুধবার দুপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান বলেন, তারেক আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শোভন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়