ঢাকা     বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১

আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:০৮, ১৭ অক্টোবর ২০২৪
আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

খুলনা আদালত চত্বর থেকে পালানোর তিন ঘণ্টার মধ্যে চুরির মামলার আসামি হৃদয় সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বাসে করে বাগেরহাটে পালানোর সময় কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদালত পুলিশের এসআই কৃপাসিন্দু, চার জন এএসআই ও দুই জন কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে আসামি হৃদয় সরদার দৌঁড়ে পালিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের একটি চুরি মামলার আসামি হৃদয় সরদারকে গত ১০ জুলাই দৌলতপুর থানা পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১১টার দিকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে হৃদয়কে কাটাখালী চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়