ঢাকা     বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১

আমি পালাইনি : বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৭ অক্টোবর ২০২৪  
আমি পালাইনি : বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘অনেকে বলেছে টুকু পালায়ে গেছে, আর দেশে আসবে না। আমি পালাইনি। সরকার জানে টুকু বিদেশের কোথায় কোথায় বসে মিটিং করেছে। টুকু তোমাদের মতো গর্তে ঢুকে যাবে না। টুকুর পরিবার কখনও পালাই না। আগেও মানুষের পাশে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।’

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিদেশে চিকিৎসা নিতে যাই, তখন শুনলাম হাসিনার আদালত আমাকে সাজা দিয়েছে। আমি বললাম, আমি এই রায় মানি না। আমি এখানে থেকেই আমার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখব। দল সংগঠিত করতে কাজ করে যাব। আমি পালাইনি, আমি ভয় পাইনি।’  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার নতুন রাস্তায় ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। নেত্রী পালাইছে, আর নেতাদের খবর নাই। আর আমরা জেল-জুলুম হত্যার শিকার হয়েছি, আমরা ঘর থেকে বের হতে পারি নাই, আমরা বার বার নির্যাতিত হয়েছি কিন্তু আমাদের নেতা পালায়নি।’  

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, ‘আমি আপনাদের মনের কষ্ট বুঝি। ১৬ বছরের নির্যাতনের শিকার হওয়ার কথা বুঝি, কিন্তু বেশি উচ্ছ্বাসিত হইয়েন না। আমরা কারও সঙ্গে বেয়াদবি করব না, খারাপ কাজ করব না। যারা করবে তাদের স্থান বিএনপিতে হবে না। ১৬ বছর কে কী করেছেন তা আমি জানি, আমার নেতা জানে। এ সময়ে কারা কী করেছেন তাদের বিচার হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি দেখেছি, এই সরকার ৭ মার্চের দিবস ও সরকারি ছুটি বাতিল করেছেন। ৭ মার্চ ইতিহাসের মাইলফলক না। যেদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, সেদিন স্বাধীনতার ঘোষণার দিন হতে পারে না।’

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জুর নাম অনুযায়ী নতুন এই রাস্তার নামকরণ শহীদ রঞ্জু সড়ক দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং বিএনপি নেতাকর্মীরা এটাকে শহীদ রঞ্জু সড়ক বলবে বলে জানান। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় এবং জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম।
 

অদিত্য/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়