ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চাঁদাবাজিতে সমর্থন না দেওয়ায় ছাত্র আন্দোলনের নেতাসহ শিক্ষার্থীর ওপর হামলা

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৪০, ১৮ অক্টোবর ২০২৪
চাঁদাবাজিতে সমর্থন না দেওয়ায় ছাত্র আন্দোলনের নেতাসহ শিক্ষার্থীর ওপর হামলা

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা আরমান

নওগাঁয় চাঁদাবাজিতে সমর্থন না দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন (২২) ও এক শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত আরমান হোসেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। অপরজন মেহেদী হাসান (২২)। তিনি নওগাঁ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, অ্যাডমিশনের প্রস্তুতিতে নওগাঁয় অবস্থান করছিলেন ছাত্রনেতা আরমান।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর চাঁদাবাজিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমর্থন চেয়ে আসছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সান্নিধ্য, হাসান ও আল-আমিন নামে তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাজু/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়