ইসলামী হুকুমত চালু হলে দেশে কোনো দুর্নীতি থাকবে না: ফয়জুল করিম
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী হুকুমত চালু হলে দেশে কোনা বৈষম্য, ধনী-গরীব ভেদাভেদ, ঘুষ-দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর ঐতিহাসিক রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বিগত সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ খেয়াল খুশিমতো ব্যবহার করা হয়েছে। যদি দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম থাকত, তাহলে একটি টাকাও বিদেশে পাচার হওয়ার সুযোগ থাকত না।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে দলে খুনি, ধর্ষক, চাঁদাবাজ ও লুটেরা আছে। তাদের দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। সে কারণে যেই দলে আদর্শবান ও চরিত্রবান লোক আছে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হবে।
রবিউল/কেআই