ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা জাতীয় বীর: জামায়াত আমির

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:১৬, ১৮ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা জাতীয় বীর: জামায়াত আমির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে অংশ নিয়ে আহতদের মধ্যে সাভার সিআরপিতে ভর্তি আছেন ৩৮ জন, মিরপুরে ১২ জন, বরিশালে ১ জন ও সিলেটে ১ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন আসা-যাওয়া করে। আমরা তাদের জন্য দোয়া করি। সিআরপি কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন, শুধু সেবা ও চিকিৎসা নয়, পরবর্তীতে তারা পুনর্বাসনেরও ব্যবস্থা করবেন। আমরা তাদের সঙ্গে থাকব।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা এমন একটি সংগঠন, আমরা চাই মানবিক বাংলাদেশ। এজন্য যেখানেই মানবতার বিপর্যয় সেখানে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আসাটাও এই কারণেই। আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার এখানকার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমার মতো আরও যারা আসবেন, তারাও সহানুভূতি দেখাবেন। এতে তাদের পুনর্বাসন কাজটা আরও ভালো হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তারা কারো দয়ার পাত্র হয়ে থাক। আমরা চাই, এখান থেকে গিয়ে তারা যাতে নিজেরাই কোনো কাজ করে খেতে পারেন। তাদেরকে আমরা সম্মানের অতি উঁচু জায়গা দেখতে চাই। তারা আমাদের জাতীয় বীর।’

সাব্বির/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়