ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

পটুয়াখালীতে পূর্ণিমার জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:১০, ১৮ অক্টোবর ২০২৪
পটুয়াখালীতে পূর্ণিমার জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর আন্ধারমানিক, রাবনাবাদ ও তেঁতুলিয়াসহ সকল নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না।

এছাড়াও জোয়ারের কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। সাগরের পানির উচ্চতা বেড়ে নির্দিষ্ট স্থান অতিক্রম করায় দুর্ভোগে পড়েছে কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে আগত হাজারো পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

কলাপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগম বলেন, আমাদের ঘর আন্ধারমানিক নদী সংলগ্ন। গত দুইদিন ধরে জোয়ারের সময় ঘরের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। ঘরের সামনে পানিতে থই থই করছে। পানি যখন বাড়ে তখন আমাদের রান্না বন্ধ থাকে।

কুয়াকাটা সমুদ্র সৈকতের ছাতা বেঞ্চ ব্যবসায়ী নুর হোসেন বলেন, গত দুইদিন ধরে অনেক পানি বেড়েছে। যার কারণে জোয়ারের সময় আমাদের ছাতা বেঞ্চ সৈকত থেকে সরিয়ে রাখতে হচ্ছে। এসময় আমাদের বেঞ্চ ভাড়া দেওয়া বন্ধ থাকে। এছাড়া সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের জোয়ারের সময় বিক্রয় বন্ধ রাখতে হচ্ছে।

 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, সাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিলো, সেটি বিদায় নিয়েছে। তবে পূর্ণিমার জোয়ের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পূর্ণিমা শেষ হলে নদ-নদীর পানির উচ্চতা কমে যাবে।

ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়