ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

গৌরনদীর সা‌বেক মেয়র হারিছসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ অক্টোবর ২০২৪  
গৌরনদীর সা‌বেক মেয়র হারিছসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা 

গৌরনদীর সা‌বেক মেয়র মো. হা‌রিছুর রহমান

বরিশালের গৌরনদী উপজেলায় মো.বাচ্চু সরদার নামে একজন বিএনপির সদস্যের উপর হত্যার উদ্দেশে হামলার অভিযোগে সা‌বেক মেয়র মো. হা‌রিছুর রহমানসহ আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে গৌরনদীর উত্তর চাঁদশীর বাসিন্দা মো.বাচ্চু সরদার নিজে বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গে‌ছে, আসামিরা ২০২৩ সালের ৭ অক্টোবর চাঁদশী বাজারে মো.বাচ্চু সরদারকে হত্যার উদ্দেশে হামলা করে। এতে নি‌র্দেশদাতা ছিলেন সা‌বেক মেয়র গৌরনদী উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো হা‌রিছুর রহমান ও চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

অন্যান্য আসামিরা হলেন মাহমুদুল রহমান সুমন মোল্লা, রাতুল শরীফ, সৈয়দ দিদার, রায়হান বেপারী, বরকত সরদার, মানিক সরদার, সুজন কর্মকার, লতিফ বেপারী, রাসেল ফকির, জাহিদুল সরদার, মাহির কাজী, তানজিল সরদার, আতিক সরদার, শাওন হাওলাদার, রনি শিকদার, সাহব হাওলাদার, রাসেল সরদার (মেম্বার), রবিউল তালুকদার, নয়ন খান, শাহাদাত বেপারী, জুলহাস বেপারী, সৈয়দ তুহিন, সৈয়দ জসিম, সৈয়দ নুর, রহিম সরদার, মনিরুজ্জামান বেপারী প্রমুখ ।

গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ১নং আসামি গৌরনদী পৌরসভার সা‌বেক মেয়র হা‌রিছুর রহমা‌নের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় এরপূর্বেও ২টি মামলা হয়েছে। গতকাল বাচ্চু সরদার বাদি হয়ে ৩য় বারের মামলা করেছেন। আসামি হারিছুর রহমান পলাতক রয়েছেন, তার মু‌ঠোফোন‌ বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার বাসা ঢাকার বেই‌লি রো‌ডে সেখা‌নেও আমাদের অ‌ভিযান প‌রিচালনার চেষ্টা চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পলাশ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়