ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাংলাদেশের জলসীমায় ৪৮ ভারতীয় জেলে আটক 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:১৪, ১৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশের জলসীমায় ৪৮ ভারতীয় জেলে আটক 

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে আসা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নৌ বাহিনী ও কোস্টগার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। আজ সকালে আটককৃত ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন:

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্টগার্ড ও নৌ বাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়