ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সচল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৮ অক্টোবর ২০২৪  
ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সচল

নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে অন্য একটি ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি স্টেশনে আনা হলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন এতথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার সেলিম আল হারুন জানান, গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পার হয়ে বৃষ্টি বেকারি সামনে গেলে হাওর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনটিকে গফরগাঁও স্টেশনে আনা হয়। ফলে সোয় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল হয়।

আরো পড়ুন:

গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আসছে। সেটি আসলে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়