ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৮ অক্টোবর ২০২৪  
টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে আলী আহসান (৪০) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ আলী আহসান ঢাকায় জনতা ব্যাংকের হেড অফিসে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বেড়াতে এসেছেন। আজ দুপুরে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নামেন তারা। আলী আহসান লাইফ জ্যাকেট ছাড়াই হাওরে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধারে কাজ শুরু করেন স্থানীয় লোকজন।

আরো পড়ুন:

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘ভ্রমণে এসে হাওরে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। আমাদের লোক হাওরে পাঠিয়েছি। হাওরে যেতে একটু সময় লাগে। তাই দেরি হচ্ছে।’ 

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়