ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৪০, ১৮ অক্টোবর ২০২৪
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা ও থানায় অভিযোগ দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রী নাজমা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনু তার স্ত্রী নাজমা বেগমকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা উত্তোলন করেন। এখন এনজিওগুলোর প্রতিনিধিরা কিস্তির টাকার জন্য তাগাদা দিতে শুরু করে। নাজমা বেগম তার স্বামী আনোয়ার হোসেন আনুর কাছে টাকা চাইতে শুরু করেন। আনোয়ার হোসেন আনু টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। 

আরো পড়ুন:

এ নিয়ে নাজমা বেগম ও আনোয়ার হোসেন আনুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রী নাজমা বেগমকে মারধর করেন স্বামী আনোয়ার হোসেন আনু। গত ১৬ অক্টোবর এ নিয়ে টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন নাজমা বেগম।

আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে নাজমা বেগমকে ডেকে নিয়ে যান আনোয়ার হোসেন আনু। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমা বেগমকে গুরুতর জখম করেন তিনি। পরে তাকে কবরস্থানে ফেলে পালিয়ে যান আনোয়ার হোসেন আনু। পরে গুরুতর অবস্থায় নাজমা বেগমকে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার চিকিৎসক নাজমা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেকে নেওয়ার পথে দুপুর ২টার টার দিকে মারা যান নাজমা বেগম।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক।’

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়