ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গরু চুরিতে বাধা, গাড়িচাপায় হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:০৭, ১৮ অক্টোবর ২০২৪
গরু চুরিতে বাধা, গাড়িচাপায় হত্যার অভিযোগ

ফারজানা আকতার পিংকি

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরিতে বাধা দেওয়ায় ফারজানা আকতার পিংকি (১৮) নামে এক কিশোরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে ডাকাতদল বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পিংকি একই এলাকার আবদুল কাদেরের মেয়ে। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ বিকেলে একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে নতুন বাজার এলাকার আবদুল কাদেরের বাড়িতে যায়। এসময় বাড়িতে আবদুল কাদেরের স্ত্রী ও তার মেয়ে পিংকি ছিলেন। ডাকাতদল গোয়ালঘর থেকে গরু নিয়ে পিকআপ ভ্যানে তোলে। তারা চলে যাওয়ার সময় পিংকি গরু নিতে বাধা দিতে পিকআপ ভ্যানটির সামনে গিয়ে দাঁড়ান। তখন ডাকাতরা দ্রুত গতিতে পিকআপ ভ্যানটি চালিয়ে পিংকিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই পিংকি মারা যান।

ওসি এ কে ফজলুল হক বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়